Sharing is caring!
টি. আই. অশ্রু,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের রহমপুর এলাকা থেকে সাগর (১৯) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১ টার দিকে সাগরকে আটক করে থানায় আনে।এ সময় তার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়।
পুলিশি সূত্রে জানা যায়,সে পৌরসভার ৩নং ওয়ার্ডের সুনিল হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ -পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান,সাগর পেশাদার মাদক বিক্রেতা এবং মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এলাকায় ঘোরাফেরা করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।