২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল।

admin
প্রকাশিত মে ৩০, ২০১৯
কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল।

Sharing is caring!

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।

কমলগঞ্জস্থ হীড বাংলাদেশের হলরুমে ৩০ মে রোজ বৃহস্পতিবার রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি,সরকারী-বেসরকারী পদস্থ কর্মকর্তাসহ সুধীজনের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ও প্রেসক্লাব সভাপতি বাবু বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, লেখক ও গবেষক আহমদ সিরাজ, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ্, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মোসাইদ আহমেদ, দৈনিক মৌমাছিকন্ঠ পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর আফজাল হোসেন,

কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি এম এ ওয়াহিদ রুলু,সাধারন সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে কমলগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়