Sharing is caring!
রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর থানার চৌকশ পুলিশ টিমের বিশেষ অভিযান পরিচালনাকালে মহেশপুর থানাধীন শ্যামকুড় খোদা বন্দেপাড়া হতে মোঃ হাফিজুল ইসলাম নামের এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানাসূত্রে প্রকাশ- মোঃ বকু (৭০) পিতা- মৃত: বাহাউদ্দীন হাজী এর পুকুরের উত্তর পাশে কাঁচা রাস্তার উপর হইতে ৬০ (ষাট) বোতল ফেনসিডিল এবং ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ আসামী মোঃ হাফিজুল ইসলামকে আটক করা হয়।জানা গেছে মাদক ব্যাবসায়ী হাফিজুল একই এলাকার খোদাবন্দে পাড়ার- মোঃনজরুল ইসলামের পুত্র।
এলাবাসী সূত্রে জানাজায়-আটককৃত হাফিজুল দির্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা করে আসছে।আসামি হাফিজুলের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।