২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিমানবন্দর সড়কে অসহনীয় যানজট সীমাহীন ভোগান্তি

admin
প্রকাশিত জুলাই ১২, ২০১৯
বিমানবন্দর সড়কে অসহনীয় যানজট সীমাহীন ভোগান্তি

Sharing is caring!

 

আব্দুল করিম, চট্টগ্রামঃ

নগরীর কাস্টম মোড় থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, গাড়ির ইঞ্জিন বিকল হওয়াসহ বিভিন্ন কারণে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ সময় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে দেখা যায়।
যানজটে আটকে থাকা যাত্রীদের মধ্যে এনামুল হক বলেন, একটা কাজে ইপিজেড যাওয়ার জন্য গাড়িতে উঠেছি কিন্তু কখন পৌঁছাবো জানি না। প্রায় একঘণ্টা ধরে জ্যামে আটকে আছি। বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়ারও সুযোগ নেই। কি করবো কিছুই বুঝতে পারছি না। ৬ নং রুটের বাস চালক ইব্রাহিম বলেন, এই রুটে এমন জ্যাম আর দেখিনি।
পানির মধ্যে অনেক গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। আবার অনেক গাড়ি গর্তে পড়ে গেছে। এসব কারনেই আসলে যানজট হচ্ছে। এছাড়া, কাস্টমসহ কয়েকটি মোড়ে লরি গাড়ি ঘুরাতে গিয়েও যানজটের সৃষ্টি হয়।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হুদা জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, সিএমপি পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছেন। আশা করছি কিছু সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।