Sharing is caring!
মোজাম্মেল হকঃ সুনামগঞ্জ বিশ্বম্বরপুর টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সীমান্তঘেষা হাওর জনপদ সুনামগঞ্জের নিম্নাঞ্চলের মানুষের যাপিত জীবনে দেখা দিয়েছে অচলাবস্থা। যদিও হাওরপাড়ের এসব মানুষ তাদের জীবনের প্রতিটি বর্ষায় এমন প্লাবন দেখে আসছেন অনেকটাই নিয়মিত। তাদের কাছে এমন ঘটনা অনেকটা স্বাভাবিক হলেও এবারের বর্ষায় দেখা দিয়েছে বন্যা ঝুঁকি। গত কয়েকদিনে নদীগুলোতে ঢলের বেগ অন্যান্যবারের চেয়ে বেশী হওয়ায় ও ভাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানিবন্দি হয়ে পরেছেন কয়েক হাজার মানুষ। পানি বৃদ্ধি পাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে জেলা সদরের সঙ্গে বিশ্বম্ভরপুর তাহিরপুর উপজেলার মানুষের। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমাসহ সকল শাখা নদীর পানি। হাওর নিকটবর্তী নতুন নতুন গ্রামগুলোও অব্যাহত বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়ে পরছে। স্থানীয়রা রয়েছেন বন্যা ঝুঁকিতে।
প্লাবিত এলাকাগুলোর বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন যোগাযোগের ক্ষেত্রে। পায়ে হেটে অতিক্রম করতে হচ্ছে রাস্তা সড়ক।
বন্যার ঝুঁকি মোকাবেলায় সকল উপজেলা নির্বাহি কর্মকর্তাদেরকে আশ্রয়কেন্দ্র খোলাসহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসসহ সকল উদ্ধারকারি দলের সদস্যদের। নিচু এলাকার সকল বাসিন্দাদের সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।