১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে সরকারি ত্রাণ নিয়ে বিভ্রান্তিকর লাইভ, জিডি

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২০
বিশ্বনাথে সরকারি ত্রাণ নিয়ে বিভ্রান্তিকর লাইভ, জিডি

Sharing is caring!

এম আব্দুল করিম,সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সরকারি ত্রাণ নিয়ে ফেসবুক লাইভে গুজব ছড়ানোর অভিযোগে, এক যুবকের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে।

উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ সদস্য মতিন মিয়া রবিবার (২৬ এপ্রিল) বিশ্বনাথ থানায় এ ডায়েরী (যার নাম্বার-৮১০) করেন।

ডায়েরীতে প্রকাশ, একই ইউনিয়নের বন্ধুয়া গ্রামের মানিক মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), গত ২২ এপ্রিল বিকেলে ছোট দিঘলী গ্রামে যান। গ্রামের লায়েক মিয়ার উঠোনে ছোট-বড় সবাইকে জড়ো করে ‘সিলেট টু লন্ডন’র ফেসবুক পেইজ থেকে লাইভ দেন তিনি।

গ্রামের কেউই পায়নি ত্রাণ, ত্রাণ পৌছেনি কোন এলাকায়, না খেয়ে আছে মানুুষ’- এইসব শেখানো কথা প্রচার করা লাইভে। অথচ ওই এলাকায় বেশকিছু মানুষের মাঝে মধ্যে বিতরণ করা হয়েছে সরকারি ত্রাণ। বাকীদেরও পর্যায়ক্রমে ত্রাণ দেয়া প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও স্থানীয় চেয়ারম্যানসহ দানশীলদের ব্যক্তি উদ্যোগেও ছোট দিঘলী গ্রামের শতাধিক পরিবার পেয়েছে খাদ্য সামগ্রী। সরকারি-বেসরকারি ত্রাণ দেয়ার পরও মনগড়া এ লাইভ সমাজে বিভ্রান্তির সৃষ্টি করেছে। মানহানি করেছে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের।

এ বিষয়ে কথা হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, সরকার ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করার পরও উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ গুজব ছড়ানো হয়েছে। যা রীতিমত বিভ্রান্তি-বিশৃংখলার সৃষ্টি করেছে।