Sharing is caring!
এম আব্দুল করিম,সিলেট জেলা প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে ৯শত পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন-উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের আবুল বাশার তুহিন (৪৫) ও তার স্ত্রী ছমিরুন বেগম (৪০)। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় তাদের নিজ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেত্বত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামে অভিযান চালিয়ে ৯০০পিস ইয়াবাসহ মাদক কারবারি তুহিন ও তার স্ত্রী ছমিরুন বেগমকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।
ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, আটককৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি। সোমবার (২৭ এপ্রিল) তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।