১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের দেহরক্ষী ইব্রাহীম খলিল নিহত

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২০
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের দেহরক্ষী ইব্রাহীম খলিল নিহত

Sharing is caring!

 

অপূর্ব রবিন, বিশেষ প্রতিনিধি :

কুষ্টিয়ায় কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় ইব্রাহিম খলিল(২৮)নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের কানাবিলের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত ইব্রাহিম খলিলের বাড়ী মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে। নিহত ইব্রাহিম খলিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের দেহরক্ষীর দায়িত্ব পালন করছিলেন।

 

কুষ্টিয়া মডেল থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন পুলিশ সদস্য ইব্রাহিম খলিল।

 

পথিমধ্যে শহরতলীর কানা বিলের মোড় নামক স্থানে পৌঁছালে একটি পিকাআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।