Sharing is caring!
রবিউল আলম সবুজ,বোরহানউদ্দিন প্রতিনিধি :
লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ জাহাঙ্গীর নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে লালমোহন পৌরসভা ৩নং ওয়ার্ড সাবেক কমিশনার মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর ২নং ওয়ার্ড পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে আলামিন শান্ত ও ছোট ভাইয়ের স্ত্রী জাহানারা জানান, তাদের ঘরের চালার উপর দিয়ে পার্শ্ববর্তী মনির কমিশনারের শ্বশুর সামসুদ্দিন ইঞ্জিনিয়ারের বাসার বিদ্যুতের তার নেয়ার ফলে জাহাঙ্গীরের ঘর বিদ্যুতায়িত হয়ে থাকত।
বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পূনরায় উভয়ের পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে শ্বশুরের পক্ষ হয়ে জামাতা মনির কমিশনার লাঠিসোঠায় সজ্জিত একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে জাহাঙ্গীরের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়।
একপর্যায়ে মনির কমিশনারের হাতে থাকা বাঁশ দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চেয়ে মনিরুজ্জামান মনিরের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে মোবাইল বন্ধ পাওয়ায় যায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেননি। মামলা করতে চাইলে মামলা নেয়া হবে বলেও জানান থানার এ কর্মকর্তা।