Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতু: গাজীপুরের কালিয়াকৈরের উপজেলায় ২ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়েছে। গত মঙ্গলবার (১৪ই এপ্রিল) সরকারী আইইডিসিআর হতে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র জানতে পারে যে, কালিয়াকৈর উপজেলাধীন ২ জন ব্যক্তি করোনা ভাইরাস টেস্টে পজেটিভ রির্পোট আসে।
করোনা ভাইরাস আক্রান্ত ২ জন ব্যক্তি- উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড় জাতালিয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আসলাম মিয়া (৩২), একি এলাকার মো. আব্দুল মিয়ার ছেলে মো. রাসেল মিয়া
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র কর্মকর্তা ডা. প্রবীর কুমার জানান, প্রথমিক ভাবে ধারণা করছি তারা ২ জনই সংস্পর্শে আক্রান্ত হয়েছে, আক্রান্ত ২ জনের মধ্যে ১ জন দোকানী তাই আমরা মনে করছি যে, দোকানে শতশত লোক আসে তার মধ্যে থেকে কারো সংস্পর্শে এই করোনাভাইরাসটিতে আক্রান্ত হয়েছে তারা।
করোনাভাইরাস নমুনা সংগ্রহের পর রিপোর্ট জমা দেওয়ার একদিন পর আমরা জানতে পারি ২জন ব্যক্তি করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের চিকিৎসা চলমান আছে।
কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানায়, উপজেলার ফুলবাড়িয়া জাতালিয়া গ্রামে ২ জন ব্যক্তি করোনাভাইরাস (কোভিড১৯) রোগে আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে জাতালিয়া, সোনামুদ্দিনখাল, সিঙ্গাপুর বাজার, ইতালি বাজার, বুংখারি বাজার বড় চালা এলাকা উপজেলা প্রশাসন কর্র্তৃক অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে।
ফার্মেসী ব্যতিত সকল প্রকার দোকারপাট, বাজার বন্ধ থাকিবে, উক্ত এলাকায় বসবাসকারীদের কেউ আজ হতে পরবর্তী নিদের্শা না দেওয়া পর্যনÍ এলাকার বাহিরে যেতে পারবে না, বাহির হতে কেউ প্রবেশ করতে পারবে না।
উপযুক্ত কারণ ব্যতিত কেউ লকডাউন সংক্রান্ত শর্তাবলী অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।