Sharing is caring!
মোঃ বিলাল উদ্দিন কুয়েত থেকেঃকুয়েত সরকার দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য ”সাধারণ ক্ষমা” ঘোষণা করেছে।
পহেলা এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
প্রত্যেক দেশের নাগরিকদের সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করতে ৫ দিন সময় দেয়া হয়।
এরই মধ্যে বাংলাদেশীদের জন্য বেধে দেয়া সময় চার দিন অতিবাহিত হয়েছে।
অবৈধ অভিবাসী বাংলাদেশীদের জন্য ১১ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্নের নির্ধারিত সময় থাকলেও একদিন বাকি থাকতেই সময় বাড়ানো হয়।
এবিষয়ে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দুতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান জানান, অবৈধ অভিবাসী বাংলাদেশীদের সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্নের জন্য দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্নের কেন্দ্র গুলোতে প্রতিদিনই দেশে যেতে ইচ্ছুক প্রচুর সংখ্যক প্রবাসীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, নির্ধারিত সময় শেষ হতে যাচ্ছে আগামীকাল, এই একদিনে এতো প্রবাসীদের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না ও হতে পারে, ফলে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে সময় বাড়ানো হয়েছে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত