১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

করোনার ভয়াবহতায়ও থেমে নেই বেনাপোলে মাদকের ব্যবসাঃ ফেনসিডিল সহ আটক ব্যবসায়ী

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০
করোনার ভয়াবহতায়ও থেমে নেই বেনাপোলে মাদকের ব্যবসাঃ ফেনসিডিল সহ আটক ব্যবসায়ী

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: বেনাপোল সীমান্ত থেকে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সাগর হোসেন (২৩) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

 

আটক সাগর বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের খোকনের ছেলে।

 

৪৯বিজিবি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ সাগরকে আটক করা হয়।

 

আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

 

এদিকে স্থানীয়রা দাবি করেন, করোনা ভাইরাস যেখানে বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে, ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৩টি দেশে। লক ডাউন করা হয়েছে অনেক দেশ। প্রতিবেশী দেশ ভারতে করোনার ভয়াবহতায় ভারত সরকার অনেক আগেই লক ডাউন করেছে নিজেদের দেশকে। সেখানে ভারত থেকে চোরাই পথে মাদক আসা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। কারণ এভাবে মাদকের কারবার চললে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে বাংলাদেশের সীমান্ত এলাকা গুলোতে ছড়িয়ে পড়তে পারে করোনা। তাই প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান এলাকাবাসী।