Sharing is caring!
পুনম শাহরীয়ার ঋতু : গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম রেল স্টেশন সংলগ্ন দক্ষিণখান এলাকায় ঢাকাগামী মৈত্রী ট্রেনের ধাক্কায় ড্রামট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছে।
রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ বছর।
আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ঠিকাদার বলে জানা গেছে।
আহত একজনের নাম শাহীন। অপর জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ভোরে দক্ষিণখান এলাকার একটি রেলক্রসিং দিয়ে খালি একটি ড্রামট্রাক রেলসড়ক অতিক্রম করছিল। এ সময় ঢাকাগামী মৈত্রী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকে চাপা পড়ে একজন নিহত এবং অপর তিন জন আহত হন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।