Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ চব্বিশ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ২০জনে।
এই সময়ের মধ্যে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে আরও ৫৪ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। তাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ২১ জন।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২১৮ জন।
৯৮১ জনের নমুনা পরীক্ষা করে এই পরিমাণ রোগী শনাক্ত করা হয়েছে।নমুনা পরীক্ষার দিক দিয়েও সংখ্যাটি এখন পর্যন্ত সবোর্চ্চ।
বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর নিয়মিত অনলাইন ব্রিফিং এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী স্রেবিনা ফ্লোরা।
নতুন যারা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৩৯ জন ঢাকা, বাকি ১৫ জন ঢাকার বাইরে।