২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দেশ প্রেম আছে আমার জাতির বীহনে

admin
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০
দেশ প্রেম আছে আমার জাতির বীহনে

Sharing is caring!

ছড়া কবিতার লেখায়
-ডা.মিজান মাওলা।

দেশ প্রেম আছে আমার জাতির বীহনে,
যথারীতি প্রকাশ তার সাহিত্যর অঙ্গণে।
ছড়ায় ছড়া আছে লেখা ডায়রির পাতা,
ছন্দ সুরে ভাষার কথায় লিখছি কবিতা।
নন্দীত নন্দনে গ্রামগঞ্জে শহরনগরের ওসব জনতা,
শব্দ সুরের লিপিকায় ঝুলি ভরা হাঁসি আর আছে স্বাধীনতা।
কাব্যিক ভাষা বাংলা আমার রুপ রীতি আকাঁ,
আঞ্চলিক ভাষা নেই সাধু চলিত ভাষায় পাঁকা।
প্রত্যাশিত সেবা চাই মমতায় ছায়া ণীড় হাতে,
সাদা কালো মিলে যাই এসো উঠে ঘুম ভেঙ্গে সু-প্রভাতে।
আমার ছড়া কবিতা গুলো শিশু কিশোরদের জন্য লেখা নয় একনয়তন্ত্র, যুব বৃদ্ধের আছে উদ্ভাস আছে সব জনতার গণতন্ত্র।
জাগ্রত হবে আজ কৃষক শ্রমীক শিল্প বাণিজ্য বিকাশে শিক্ষিত জাতি,
বিদ্রহী মনোবলে দুর্নিতী নাশ করে জ্বালাবো আমি সমাজে আলোকিত বাতি।
হিল্ল্যল শাক্তিতে গড়ে তোল আজি হও সব একতা,
সব মানুষে উঁচু নিচু রদ ভেঙ্গে এক মঞ্চে হবে সব জনতা।