Sharing is caring!
সৃষ্টির স্রষ্টা তুমি
* খান তানজিলা ইয়াসমিন শিলা *
হে প্রভূ কি জগৎ দিলা
গো সৃষ্টি করিয়া
কতই না রঙ্গ মঞ্চে চলেছে
মানুষ জনম জনম ধরিয়া |
হে প্রভূ তুমি যে পৃথিবী
বিশ্ব ভূমন্ডল সৃষ্টির স্রষ্টা
মানুষ জন যে যায় ভূলিয়া
কি করে পাবে গো তারা
তোমার দিদারে পথ খুজিয়া |
মানুষ জন যে চলছে আজ
নিবিঘ্নে গুমরাহী ভূলে পথ ,
হে প্রভূ জাত,ভেজাত হিন্দু
মুসলিম,বৌদ্ধ,খৃষ্টান সমতলে
চলছে যে তোমরা দয়ায়
তবুও কেন মানুষের এখনো
হয়না হুশ ,তুমিগো প্রভূ
বাচিয়া রাখিয়াছো তাদের
অশেষ মায়ায় |
যে মানুষ জন খুঁজিয়া পেল
তোমার দিদারের অন্ত
তারাই যে শুধু তোমার মগ্নে
দিনরাত শুকরিয়া জ্ঞাপনে
বার বার হয় ক্লান্ত |
সেই মানুষ জনই তো তোমার
অতি নিকটের মাহবুবা
তবে তারাই তো পাবে তোমার
মাহা জান্নাতের শোভা |