১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

চিলমারীতে নৈশপ্রহরী হত্যা মামলায় ৪ সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
চিলমারীতে নৈশপ্রহরী হত্যা মামলায় ৪ সদস্য গ্রেফতার

Sharing is caring!

চিলমারী প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ডাকাতির সময় নৈশপ্রহরী এরশাদুল হক (৫৫) কে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান’র নেতৃতে চিলমারী, ফুলবাড়ী ও জামালপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ রিমাণ্ডে থাকাকালিন তারা এ ঘটনার সাথে মোট ১১ জন জড়িত থাকার কথা স্বীকার করে। এদের মধ্যে একজন ইতিপূর্বে অন্য মামলায় গ্রেফতার হয়ে ময়মনসিংহ জেলে আটক রয়েছেন।

 

কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের তিনজন আজ বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত-৬ জানুয়ারী চিলমারী
উপজেলার জোড়গাছ বাজারের তিনটি
দোকানে ডাকাতি সংঘঠিত হয়।

 

এ সময় বাজারের সিসিক্যামেরা ভেঙ্গে নৈশপ্রহরী এরশাদুল হক’কে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।