১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

করোনায় টিভিতে পাঠদানের রেকর্ডিং ব্যয় ১৬ কোটি টাকা!

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২০
করোনায় টিভিতে পাঠদানের রেকর্ডিং ব্যয় ১৬ কোটি টাকা!

Sharing is caring!

অভিযোগ ডেস্ক : দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এ ছুটিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টেলিভিশনে পাঠদানের সিদ্ধান্ত হয়েছে। টিভিতে পাঠদানের জন্য শুধু ভিডিও রেকর্ডিং করতে ১৬ কোটি টাকার বাজেট দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সংসদ টিভিতে পাঠদান সম্প্রচার করতে কোনো ব্যয় হবে না। শুধু ভিডিও রেকর্ডিং করতেই এত বিশাল অঙ্কের বাজেট নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

 

জানা গেছে, স্কুল বন্ধ থাকায় ‘সংসদ টেলিভিশনে’ ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক শিক্ষাদান শুরু করার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এটুআই প্রকল্পের সহায়তায় এই সম্প্রচার কাজটি বাস্তবায়ন করতে বলা হয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে। এই সুযোগে বিশাল বাজেট দিয়ে বসেছে অধিদপ্তরটি। টিভিতে সম্প্রচারের জন্য ক্লাসের ভিডিও ধারণেই ১৬ কোটি টাকার বাজেট চেয়েছে শিক্ষা অধিদপ্তর।

 

ইতোমধ্যে রাজধানীর কয়েকটি নামকরা স্কুলের শিক্ষকরা নিজ দায়িত্বে ক্লাস রেকডিং করছেন। শিক্ষা অধিদপ্তরের সুযোগ সন্ধানীরা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টুডিও ব্যবহার করছেন ভিডিও রেকর্ডিংয়ের জন্য। যদিও কথা ছিল রেকর্ডিংয়ের জন্য শুধু শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসের স্টুডিও ব্যবহার করার। তাড়াতাড়ি করার অজুহাত দেখিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়া হয়েছে। অথচ ঢাকার কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের স্টুডিও ছিল। তবুও দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারের কাজে যুক্ত করছে শিক্ষা অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা।

 

গত সপ্তাহে মন্ত্রণালয়ের কাছে এই বাজেট চাওয়া হয়েছে। টিভিতে ক্লাস নেয়ার বিষয়টি দেখভাল করছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী। ১৬ কোটি টাকা কোন খাতে ব্যয় ধার্য করা হয়েছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। কোন কোন খাতে অর্থ ব্যয় হবে তা তিনি বলতে পারেন না বলে জানিয়েছেন।

 

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) অধ্যাপক ড. প্রবীর কুমার ভট্টাচার্য্য কিছু বলতে রাজি হননি। বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন।

 

এদিকে, মন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও প্রস্তুতি শেষ না হওয়ায় ২৮ মার্চের পরিবর্তে সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে ২৯ মার্চ থেকে। এজন্য রুটিনও প্রকাশ করা হয়েছে।