Sharing is caring!
কলমেঃ শিবলু আলম
স্বরবৃত্ত ছন্দমাত্রা
-৪+৪+৪+২/১
মাওনাতে এক ফুল ফুটেছে
আনোয়ার তার নাম,
সুবাস ছড়ায় সমাজ মাঝে
করে নানান কাম।
শ্যামলা কালো গায়ের বরণ
হৃদয় মানিক রতন,
নাই বিনিময় করছে তবু
ভাঙ্গা সমাজ যতন।
মন্দ লোকে পাগল বলে
দুখীর সে’তো মামা,
মরণব্যাধি করোনা ভয়
যায়নি তারে থামা।
মানব প্রেমের মাইক হাতে
রাস্তার মোড়ে মোড়ে,
সচেতনে বাঁচবে মানুষ
এই আশাতে ঘোরে।
দেশের মানুষ লক ডাউনে
গরীবের নাই ভাত,
পাখির মতোই খাবার জোটায়
দিচ্ছে সে দিনরাত।
নিজের সংসার ব্যথায় রেখে
সমাজ সংসার গড়ায়,
তার মতো আর মানব প্রেমিক
কয়জন আছে ধরায়।
নীতি বাক্য সব লোকে দেয়
কেউ আনোয়ার নয়,
জ্বলবে সে তো তারার মতোই
বিশ্ব করে জয়।
আনোয়ার ভাই বেঁচে থাকুক
লক্ষ লোকের ভীড়ে,
তার তৈরি আলোর দিশারী
ভীড়ুক সঠিক তীরে।।