২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনার কারণে

admin
প্রকাশিত মার্চ ২৯, ২০২০
করোনার কারণে

Sharing is caring!

😷 করোনার কারণে 😷

শোভা রাণী বিশ্বাস

 

ঘরে নেই চাল, ডাল বলবো তা কারে,
বউ ছেলে মেয়ে নিয়ে আছি অনাহারে।
করোনার ভয়ে ঘরে আছি চুপচাপ,
এই ভেবে মৃত্যুটা করে যদি মাফ।

 

বাজারে তে যাবো যে পথে নেই গাড়ি,
যেতে পারি না তাই ফিরে আসি বাড়ি।
পুলিশেরা দাড়িয়ে যে রাস্তাতে বেশ,
লাঠির বাড়ী যদি খাই শেষমেশ।

 

ভয় ছেড়ে বাজারেতে গিয়ে তাড়াতাড়ি,
চাল,ডাল কিনে নিয়ে আসবো যে বাড়ি।
গেলাম কষ্ট করে হেঁটে হেঁটে পায়,
এছাড়া আর কোন ছিলনা উপায়।

 

বাজারেতে গিয়ে এতো কষ্টের পর,
সওদা নিয়ে শেষে ফিরবো যে ঘর।
ব্যাগটাকে সাথী করে আমি একা একা,
ঘুরছি যে,নেই খোলা দোকানের দেখা।

 

অবশেষে ঘুরে ঘুরে না পেয়ে বাজার,
দু’ চোখের জল সাথী হল যে আমার।
খালি ব্যাগ হাতে নিয়ে দাড়িয়ে উঠানে,
ছেলে মেয়ে খাবে কি, ভাবি মনে মনে।