২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেনীর আলোচিত নুসরাত হত্যার ৫ম স্বাক্ষী স্বাক্ষ গ্রহণ শেষ।

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯
ফেনীর আলোচিত নুসরাত হত্যার ৫ম স্বাক্ষী স্বাক্ষ গ্রহণ শেষ।

Sharing is caring!

 

বিশেষ প্রতিনিধি :
ফেনী সোনাগাজীর আলোচিত বর্বরিত নুসরাত হত্যা মামলায় ৫ম স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ।পরবর্তী সাক্ষ্যগ্রহন ৭ জুলাই

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ষ্ঠ দিনের মতো ৫ম স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ হয়েছে।এসময় আদালত আগামী ৭ জুলাই পুনরায় সাক্ষ্যগ্রহনের দিন ধার্য করেন।পাশাপাশি কেরোসিন তেল বিক্রেতা জসিম উদ্দিন,বোরকা দোকানদার লিটন ও তার কর্মচারী লোকমানকে সাক্ষ্যদানের জন্য হাজির থাকতে নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১ টার মামলার ১৬ অভিযুক্ত আসামীকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আদালতে উপস্থাপন করা হয়।
এরপরই মাদ্রাসার নৈশ প্রহরী মোস্তফার স্বাক্ষ্যগ্রহন ও আসামী পক্ষের আইনজীবীদের জেরা শেষ করে।
গতকাল অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ব্যক্তিগত সহকারী নুরুল আমিনের সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ হয়।পরে আদালত আজ মাদ্রাসার নৈশ প্রহরী মোহাম্মদ মোস্তফার সাক্ষ্যগ্রহনের জন্য দিনটি ধার্য করেন।
গত ২৭ জুন মামলার ৯২ জন সাক্ষীদের মধ্যে প্রথমে নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমানের স্বাক্ষগ্রহণ দিয়েই শুরু হয়েছিল স্বাক্ষগ্রহণের কার্যক্রম ।পরে নুসরাতের সহপাঠি নিশাত,ফুর্তি,অধ্যক্ষের সহকারী নুরুল আমিন ও আজ মোস্তফার সাক্ষ্যগ্রহন হয়।
এদিকে নুসরাতকে হত্যার আগে গত ২৭ মার্চ শ্লীলতাহানির আরেকটি মামলায় একমাত্র আসামী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে গতকাল ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আদালতে চার্জশিট জমা দেয় পিবিআই।
আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে মামলার শুনানী হয়।শুনানী শেষে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এর আদালতে পাঠানো হলে আদালত আগামী ৯ জুলাই এই মামলাটির চার্জ শুনানির দিন ধার্য করেন।