Sharing is caring!
বিশেষ প্রতিনিধি : শিল্প সম্ভাবনাময়ী দ্বীপজেলা ভোলার অন্যতম বৃহৎ বানিজ্যিক কেন্দ্র কুঞ্জেরহাট থেকে ঘোল পাড় সড়কের বর্তমানে বেহাল অবস্থা। সড়কটির পিচ ঢালাই উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের যাতায়াতে প্রতিনিয়ত অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু সড়কটি সংস্কারের কার্যকরি কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।
অনুসন্ধানে জানা যায়, কুঞ্জেরহাট থেকে ঘোল পাড় সড়কটি দিয়ে কাচিয়া ও দেউলা ইউনিয়নের সিংহভাগ জনগন এবং কুঞ্জেরহাট বাজারে অবস্থিত মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, কাওমি ও দাখিল মাদ্রাসার শত শত কোমলমতি শিক্ষার্থী, জেলা ও উপজেলা শহরে অবস্থিত সরকারী -বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ দূর-দূরান্তের সর্বস্তরের জনসাধারন প্রতিদিন এ জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যাতায়াত করে থাকে । দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কার না করায় রাস্তার বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় জনগন ও যানবাহন চলাচলে দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে ডেলীভারী রোগী ও বৃদ্ধদেরকে নানান সমস্যা পড়তে হয়।
জননেত্রী শেখ হাসিনার সরকার যখন দেশব্যাপী যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন এবং অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজম মুকুল সাহেব তার নির্বাচনী এলাকা ভোলা-২ (বোরহানউদ্দিন -দৌলত খান) আসনকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে এক ঝাঁক কর্মঠ কর্মী বাহিনী নিয়ে দিন-রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে সেখানে একটি জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা যে কাউকে বিস্মিত করবে।
এমতাবস্থায়,উক্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করার জন্য অত্র এলাকার মাননীয় সাংসদ মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে জনগণ।