Sharing is caring!
আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাউফল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে স্বামী স্ত্রীসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে থানা পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
সোমবার (১৬ ই মার্চ-২০২০ ইং) দিনগত রাত সাড়ে নয়টার সময় গোপন তথ্যের ভিত্তিতে বাউফল থানা পুলিশের তদন্ত পরিদর্শক আল মামুন, এসআই আশিকুর রহমান, এএসআই ইলিয়াস হোসেন ও নারী কং সহ তাদের সংগীও ফোর্স নিয়া উপজেলার কালাইয়া ইউনিয়ানের ০৭নং ওয়ার্ডভুক্ত পূর্ব কালাইয়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার মোল্লার বসত ঘরে অভিযান চালিয়ে স্টিলের আলমারির ভীতর থেকে ১কেজি ৩০০ গ্রাম পরিমাণ গাজা জব্দ করা হয়। এসময় হাতেনাতে স্বামী স্ত্রীসহ ০৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. আনোয়ার মোল্লা (৪৫), পিতা-মো. কাসেম মোল্লা ও স্ত্রী মোসা. তাছলিমা বেগম (৪০), স্বামী মো. আনোয়ার মোল্লা, উভয় সাং- পূর্ব কালাইয়া (০৭নং ওয়ার্ড) এবং সজিব চন্দ্র সফিয়াল (২৫), পিতা-মৃত. সুবল চন্দ্র সফিয়াল, সাং-আয়নাবাদ কালাইয়া।
নাম না বলা শর্তে স্থানীয়রা জানান, এই স্বামী স্ত্রী দুই জন মিলে বহুদিন ধরে এই মাদক ব্যবসা করে আসছিল। তাদের কারনে এই গ্রামে যুব সমাজ ও ছাত্র সমাজ আজ ধ্বংসের পথে পুলিশ তাদের ধরাতে আমরা খুব খুশি হয়েছি। এই গ্রামে আরও কয়েকজন আছে যারা নির্ভয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা গ্রামবাসী কামনা করি তাদেরকেও যেন এভাবে ধরে কঠিন শাস্তি ও জেল দেয়া হয়।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এবং ১৮ মার্চ আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর আমাদের অভিযান অব্যাহত রয়েছে।