২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সারী – গোয়াইনঘাট রাস্তার কাজে দুর্নীতি আর অনিয়মের শেষ নেই

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২০
সারী – গোয়াইনঘাট রাস্তার কাজে দুর্নীতি আর অনিয়মের শেষ নেই

Sharing is caring!

গোয়াইনঘাট প্রতিনিধিঃ সারি-গোয়াইনঘাট রাস্তায় কাজে যেন অনিয়মের কোন শেষ নেই।অর্থ বছরে এই রাস্তায় কাজ ধরা হয়,শুরু থেকেই একের পর এক স্থানীয়দের অভিযোগ কাজে দুর্নীতি আর অনিয়ম হচ্ছে কিন্তু এর শেষ নেই। বর্তমানে আটলিহাই থেকে ফাগুরবাড়ি মারকায পর্যন্ত রাস্তার কার্পেটিং এর কাজ চলছে, এতেও জন সাধারনের অভিযোগ কাজে অনেক অনিয়ম হচ্ছে,যার ধারাবাহিকতায় সারি-গোয়াইনঘাট রাস্তায় বারহাল বাজারের পাশে আবুল কাশেম মোঃআনোয়ার সাহাদাত এর বাড়ির সামনে গতকাল কেবল মাত্র কার্পেটিং ঢালাই করা হয়েছে। কিন্তু আজ সকালের মধ্যেই বিভিন্ন জায়গায় ফাঠল দেখা দিয়েছে, যা সরজমিনে গিয়ে দেখা যায় রাস্তার এই অবস্থা। এত করে স্থানীয় জনগনের মধ্যে অনেক টা হতাশ দেখা দেয়।কারন একদিনের মাঝেই যদি রাস্তার অবস্থা এমন হয় তবে বাকি দিনে কি হবে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেছেন এর সাথে নাকি অনেক স্থানীয় কুচক্রি মহলের যোগসাজেশ রয়েছে।যারা দলের নাম ভাংগিয়ে এমন করছে।যার ফলে স্যোসাল মিডিয়া ফেসবুকে অনেকে ক্ষুভ ব্যক্ত করেছেন নিজের মত করে। তাই এই রকম অনিয়ম কে সরজমিনে খতিয়ে দেখার জন্য কতৃপক্ষের কাছে সাধারন মানুষ আকুল আবেদন করছে।পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকা বাসি।