২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে: র‌্যাব ডিজি

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯

Sharing is caring!

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, সারাবিশ্বে জঙ্গিবাদ কার্যকর রয়েছে। জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।
সোমবার রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার তিন বছর উপলক্ষে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, হলি আর্টিজান হামলার পরবর্তী সময়ে যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় তাদের আমরা নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হয়েছি। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বেই জঙ্গিবাদ কার্যকর রয়েছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমেই সবচেয়ে বেশি তরুণ বিপথগামী হচ্ছে।

ইউরোপীয় দেশগুলোর পুলিশের (ইউরোপুল) তথ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র ২০১৮ সালেই ইউরোপজুড়ে ১২৯টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ থেকে বোঝা যায়, জঙ্গিরা বৈশ্বিকভাবে নিশ্চিহ্ন হয়নি। সারাবিশ্বের জঙ্গিবাদ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

এর আগে র‌্যাবের ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হলি আর্টিজান বেকারির সামনে তৈরি বেদিতে নিহতদের উদ্দেশে ফুলেল শ্রদ্ধা জানান।