Sharing is caring!
বিকিকিনি
* রোখশানা রফিক *
যখন সময় বেচে ক্লান্তি কিনি,
প্রেম দিয়ে কিনি বেদনা,
তখন জীবন ভারী মনে হয়,
যেন বোঝার উপর আঁটি
শক্ত পোক্ত লোহায় বোনা।
কখনো জীবন করে প্রহসন,
আমি যেন তার ছুঁড়ে ফেলা খেলনা,
বিনা মেঘে বজ্রপাতের মতোন
দুঃখ নেমে আসে, আসে যাতনা।
তবুও ভালোবাসতেই হয়
জীবনের শত রঙচঙ,
সে আমারে চায় নাকো,
আমি তারে খুব করে চাই,
যেন আমি এক খেলো-প্রহসন।