Sharing is caring!
দেলোয়ার হোছাইন,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনরবিলা চালিয়াতলী থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কালারমারছড়া পুলিশ ফাঁড়ি।
মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার মোহাম্মদ হেলাল উদ্দিন (৩৮) নামে এক যুবক গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেলাল উদ্দিন চালিয়াতলী গ্রামের নুরু৷ প্রকাশ নুরুরন ছেলে।
কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কিশোর বড়ুয়া পূর্বকোণকে জানান, মঙ্গলবার রাতে উপজেলার চালিয়াতলী এলাকায় একজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান নিচ্ছে বলে খবর পাই।
পরে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নির্দেশে দ্রুত ওই এলাকায় অভিযান চালানো হয়।এই সময় বিদেশি পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। এঘটনায় আজ বুধবার (৪মার্চ)তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রত্রুিয়া চলছে বলে পুলিশ জানায়।