Sharing is caring!
আয় সখি
* রোখশানা রফিক *
আয় সখি অন্তরে নিভৃতে
দু’টি কথা কবো গোপনে,
হিয়াতে হিয়ার বাসনা প্রদীপ
উছলি উঠিবে বিজনে।
চোখাচোখি হবে মুখোমুখি বসে
আর কিছু মান-অভিমান,
শরম জড়ানো কামনার কাছে
জাগতিক রীতি হবে ম্লান।
আয় তুই সখি, আয় না চলে,
আমার কবিতা বাসরে,
পদ্যমালার রাণী হবি তুই
আজ গোধুলীর আসরে।