Sharing is caring!
বালিঘড়ি
* রোখশানা রফিক *
বালিঘড়িতে ঝুরঝুরে সময়
গড়িয়ে যাচ্ছে মহাকালে।
উপেক্ষা জানালার ফাঁক গলে
প্রাণপনে ধরে রাখতে চেষ্টা করছি
তোমার হাত। পেছল মাছের মতো
ফসকে যাচ্ছে আমাদের বন্ধুতা।
সব পাখি দিনশেষে
কি নীড়ে ফেরে?
পথ হারায় না কদাচিৎ?
সব নদী মেশে সাগরে?
বালুচরে হারায় না দিক?
না হয় আমাদের প্রেম
তেমনি হারালো
নৈঃশব্দে্র গহীনে।
না হয় ফিরে গেলাম
একলা লাগা
তমসা ঘোর নির্জনে।