২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিশুদের খাদ্যের প্যাকেটে খেলনা দেয়া যাবে না : হাইকোর্ট

admin
প্রকাশিত মার্চ ১, ২০২০
শিশুদের খাদ্যের প্যাকেটে খেলনা দেয়া যাবে না : হাইকোর্ট

Sharing is caring!

প্রতীকী ছবি

 

 

শিশুদের খাদ্যের প্যাকেটে খেলনা দেয়া যাবে না উল্লেখ করে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করেছে হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি তদারকির মধ্যে রাখতে বিএসটিআইকে নির্দেশও দিয়েছে আদালত।

 

রোববার (১ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একটি বেঞ্চ এই আদেশ দেন।

 

একই সঙ্গে কেউ এই আদেশ অমান্য করলে ফৌজদারি মামলা করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

 

রিটকারী আইনজীবী মনিরুজ্জামান লিংকন জানান, বাচ্চাদের খাবারে প্লাস্টিকের খেলনা দেয়া স্বাস্থ্যসম্মত নয়। কারণ শিশুরা অন্যমনস্কভাবে যখন খাবার খায় তখন সেটা তাদের পেটে ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে। আর প্রতিবেশী দেশ ভারতে এ ধরনের ঘটনায় দুটি শিশুর মৃত্যুও ঘটেছে।

 

গত বছরের নভেম্বরে এ রিটটি করেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন। তারই পরিপ্রেক্ষিতে শিশু খাদ্যের প্যাকেটের ভেতরে খেলনা না দিতে শিশু খাদ্য উৎপাদক কোম্পানিগুলোকে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট।