১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পটুয়াখালী লাউকাঠী ইউনিয়নটি বর্তমানে মাদক,সন্ত্রাস,জুয়া,গুম,ছেলে ধরা সহ বিভিন্ন অপরাধের অভ্যয়ারন্য

অভিযোগ
প্রকাশিত জুন ২৯, ২০১৯
পটুয়াখালী লাউকাঠী ইউনিয়নটি বর্তমানে মাদক,সন্ত্রাস,জুয়া,গুম,ছেলে ধরা সহ বিভিন্ন অপরাধের অভ্যয়ারন্য

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা-প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার নিকটতম বহু পরিচিতি সুনামখ্যাত এই এলাকা লাউকাঠী।কিন্তুু বর্তমানে এই ইউনিয়নটি মাদক,সন্ত্রাস,জুয়া,গুম,ছেলে ধরা সহ বিভিন্ন অপকর্মের অভ্যয়ারন্য।এখানে সাধারন মানুষের জীবন যাপন দিন দিন অনউপযোগী ও নিরাপত্তাহীন হয়ে উঠছে।

অনুসন্ধানে জানাগেছে,গত ২৭ জুন রাতে পঞ্চম শ্রেনীর ছাত্র মাহিন (১০) এর নিখোঁজ হওয়া একদিন পর ফিরে পাওয়ার ঘটনা মানুষের মনে আরো ভীতের জন্ম দিয়েছে।নাম প্রকাশে অনইচ্ছুক এলাকার অনেকে পত্রিকার প্রতিনিধিকে বিভিন্ন অপকর্মের ঘটনা উল্লেখ করে বলেন,এখানে বিগত দিনে এই ধরনের মানুষ গুম হয়ে হারিয়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে যেমন,সিকদার বাড়ির এক ইমাম নিখোঁজ যার সন্ধান এখনো মেলেনি, জামুরা ঔষধ কম্পানির হেলাল নামে একজন সাত দিন পর উদ্ধার,মৌকরন এক শিশু নিখোঁজের ঘটনার সাথে জরিতদের কোন সুত্র মেলেনি কে বা কারা এই র‍্যাকেটে জরিত তা আজও কেহ জানতে পারেনি।তবে সকলের ধারনা এই সমস্ত অপরাধের র‍্যাকেটের সাথে জরিত সদস্যরা লাউকাঠীতেই বসবাস করছে তারা ধরা ছোয়ার বাইরে আছে।

এছাড়াও এলাকাসী বলেন কিছু দিন পরিবেশ শান্ত ছিলো পুলিশের অভিযানে অনেক মাদক ব্যবসায়ীরা ধরা পড়েছে এমনকি শ্রীরামপুরে ডাকাত সদস্য একদল গ্রেফতার হয়েছে।এভাবে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে বর্তমানে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কিছু সদস্য গা-ঢাকা দিয়েছে অনেকে আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে গোপনে এই অপকর্ম চালাচ্ছে তবে জন সাধারনের ধারনা বর্তমান অপরাধ র‍্যাকেটে জড়িতরা ও আইনের আওতায় আসবে।তার জন্য এলাকার সকল জনগন পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শুদৃষ্টি কামনার কথা উল্লেখ করেন এবং বিগত দিনে এই ধরনের অপরাধ নির্মুলে লাউকাঠীতে সব সময় প্রশাসনিক সহযোগিতার প্রমান রয়েছে।তাই সকল জনগনের দাবি অসামাজিক সকল ধরনের অপরাধীদের খুজে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30