১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি

সাতক্ষীরার স্টেথোস্কোপ কান্ড এবার বালিশ কান্ড কেউ হার মানায়!

অভিযোগ
প্রকাশিত জুন ২৯, ২০১৯
সাতক্ষীরার স্টেথোস্কোপ কান্ড এবার বালিশ কান্ড কেউ হার মানায়!

সাতক্ষীরা প্রতিনিধিঃ রুপপুরের বালিশ কান্ড রুপকথার গল্পকে ছাড়িয়ে গেছে,বিজ্ঞদের অভিমত। আর এই দুর্নীতি ধামাচাপা পড়তে না পড়তেই আবারও ঘটে গেছে এক লঙ্কা কান্ড। সাতক্ষীরার নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) ও মেডিক্যাল এ্যাসিসট্যান্ড ট্রেনিং স্কুল (ম্যাটস) এর বরাদ্ধাকৃত অর্থে দেখা গেছে ব্যপক গরমিল। ৫০০ শত থেকে ৮০০ শত টাকার ফুটবলের সরকারি ক্রয় মুল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা! ১ থেকে দেড় হাজার টাকার স্টেথোস্কোপ ও বিপি মেশিনের দাম ধরা হয়েছে ৯ হাজার টাকা। একটি ক্রিকেট ব্যাটের ক্রয় মূল্য দেখানো হয়েছে১৫ হাজার টাকা। এভাবেই উচ্চ মূল্যে প্রায় সাড়ে ২২ কোটি টাকার সরকারিভাবে খেলার সামগ্রী, বইপত্র, আসবাবপত্র ও স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয় করার হিসাব দেখানো হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) ও মেডিক্যাল এ্যাসিসট্যান্ড ট্রেনিং স্কুল (ম্যাটস) নামক দুটি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত মূল্যে এসব জিনিসপত্র ক্রয় করা হয়। বিপুল পরিমান সামগ্রী ক্রয়ে ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান ও হাফ ডজনের বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারি। ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান বিপুল পরিমান পণ্য উচ্চ মূল্যে উক্ত দুটি প্রতিষ্ঠানেরর নিকট সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিগত ১৭-১৮ অর্থ বছরে কালিগঞ্জের নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) ও মেডিক্যাল এ্যাসিসট্যান্ড ট্রেনিং স্কুল (ম্যাটস) নামক দুটি প্রতিষ্ঠানে এসব সামগ্রী ক্রয়ের জন্য বরাদ্দ আসে। বরাদ্দের বিপরিতে বিগত বছরের ২০ ফেব্রুয়ারি আইএইচটির সামগ্রী ক্রয়ের জন্য দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি সান পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি দেয়া হয়। একই সাথে একই দিনে দৈনিক আমার সংবাদ ও নিউজ টুডে পত্রিকায় ম্যাটস’র জন্য এসব সামগ্রী ক্রয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পরে দরপত্রগুলো মুল্যায়নের জন্য গত বছরের ৪এপ্রিল দরপত্র মূল্যায়ন কমিটির সভায় ম্যাটস ও আইএইচটির দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, কমিটির সদস্য ডা. আকছেদুর রহমান, ডা. মো. আব্দুল লতিফ, শেখ আব্দুল আলিম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আমিনুর রহমান, আরএমও কালিগঞ্জ ডা. শেখ তৈয়েবুর রহমান ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. মো. মেহেদি হাসান আলোচনার মাধ্যমে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব মালামাল সরবরাহের জন্য দায়িত্ব প্রদান করেন।

দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, উত্তরা ঢাকার মেসার্স বেনিভোলেন্ট এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারি শাহিনুর রহমান, শ্যামলী ঢাকার নলতা শরিফ সার্জিক্যাল এর স্বত্তাধিকারি তরিকুল ইসলাম ও ঢাকার পুরানা পল্টনের মেসার্স ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশনের স্বত্তাধিকারি আসাদুর রহমান।
ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স বেনিভোলেন্ট এন্টারপ্রাইজ ৪ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৭২০ টাকার খেলার সামগ্রী ও আসবাবপত্র সরবরাহ করেছেন। এরমধ্যে নলতা ম্যাটস এ ২কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৮১০ টাকার এবং আইএইচটিতে ২ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৯১০ টাকার আসবাবপত্র ও খেলার সামগ্রী সরবরাহ করেন। তবে মোট টাকার মধ্যে ৭৬ লাখ ৫১ হাজার ৬৬০ টাকার ট্যাক্স ও ভ্যাট প্রদান করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানটি নীট বিল পেয়েছেন ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৬০ টাকা।
একইভাবে নলতা শরিফ সার্জিক্যাল ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি তরিকুল ইসলাম মোট ৪৯ লাখ ৯৭ হাজার ২৫ টাকার বইপত্র সরবরাহ করেছেন। এরমধ্যে ম্যাটস এ ২৪ লাখ ৯৮ হাজার ৯৯৩ টাকার এবং আইএইচটিতে ২৪ লাখ ৯৮ হাজার ৩২ টাকার বইপত্র রয়েছে। ঠিকাদারি এই প্রতিষ্ঠানটি ৪ লাখ ৪৯ হাজার ৭৩৪ টাকা সরকারকে ভ্যাট ও ট্যাক্স প্রদান করেন। এছাড়া ঢাকার পুরানা পল্টনের মেসার্স ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশন কালিগঞ্জের নলতা ম্যাটস ও আইএইচটিতে মোট ১৭ কোটি ৪৯ লাখ ২৪ হাজার ১৬৪ টাকার বিভিন্ন প্রকার স্বাস্থ্য যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রী সরবরাহ করেন। এরমধ্যে ম্যাটস এ ৭ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ৬৫০ টাকার এবং আইএইচটিতে ৯ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার ৫১৪ টাকার স্বাস্থ্য যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রী রয়েছে। তবে প্রতিষ্ঠানটি সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিয়েছেন ২ কোটি ৯ লাখ ৯০ হাজার ৯০৫ টাকা।
এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি যে সমস্ত যন্ত্রাংশ সরবরাহ করেছেন তার মধ্যে রয়েছে ডুয়েল সেক্স টরস ২০পার্ট, চায়না, ১২টি করে প্রতিটির মূল্য ৩লাখ ৩৩ হাজার টাকা করে মোট ৩৯ লাখ ৯৬ হাজার টাকা। ডুয়েল সেক্স টলস্ উইথ ওপেন ব্যাক (২০ পার্ট) ১২টি করে প্রতিটির মূল্য ৩ লাখ ৩৩ হাজার টাকা করে মোট ৩৯ লাখ ৯৬ হাজার টাকা। স্পাইনাল কড এন্ড স্পাইনাল নার্ভস চায়না ১২টি। প্রতিটির মুল্য ৫৫ হাজার ৫০০ টাকা করে ৬ লাখ ৬৬ হাজার টাকা। ইউরিনারি ওরগান চায়না ১০টি, প্রতিটি ৪৮ হাজার ১০০ টাকা করে ৪লাখ ৮১ হাজার টাকা। ফিমেল পেলভিস চায়না ১০টি, প্রতিটির মুল্য ৪৮ হাজার ৮০০ টাকা করে মোট ৪ লাখ ৮৮ হাজার টাকা। হিপ জয়েন্ট সেকশান ৪৪ হাজার ৪০০ টাকা প্রতিটি। ৩ সেটের দাম পড়েছে ১লাখ ৩৩ হাজার ২০০ টাকা। ফুললি অটোমেটেড ক্লিনিক্যাল ক্যামেস্ট্রি এ্যানালাইজার, জার্মানী, একটি মূল্য ৭৪ লাখ টাকা। ট্রাইনোকুলার মাইক্রোস্কপ ইউএসএ ২টির মুল্য ৩৩ লাখ ৩০ হাজার টাকা। বাইনোকুলার এলইডি মাইক্রোস্কপ প্রতিটির মুল্য ২ লাখ ২২ হাজার টাকা করে ৫৩টির মূল্য ১কোটি ১৭লাখ ৬৬হাজার টাকা। এভাবেই ম্যাটসএ ১০৬ প্রকার ও আইএইচটিতে ১০৪ প্রকার মোট ২১০ প্রকারের বিভিন্ন স্বাস্থ্য যন্ত্রাংশ ও মেশিন ক্রয় করা হয়েছে ১৭ কোটি ৪৯ লাখ ২৪ হাজার ১৬৪ টাকায়। নলতা তথা কালিগঞ্জবাসী বিপুল পরিমান এসব কেনাকাটায় ধন্য হলেও প্রকৃত মুল্য নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বাজার মূল্যের চেয়ে বেশি দরে এসব পণ্য ক্রয় করার অভিযোগ উঠেছে।
এদিকে মেসার্স বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি শাহিনুর রহমান ম্যাটস ও আইএইচটিতে সরবরাহ করেছেন, খেলার জন্য ফুটবল ২০টি ১লাখ টাকা, ক্রিকেট ব্যাট ৫০টি সাড়ে ৭লাখ টাকা, এছাড়াও রয়েছে ক্রিকেট বল, প্যাড, হেলমেড, গ্লোবস, ক্রিকেট স্ট্যাম্পসহ অন্যান্য খেলার বিভিন্ন ধরণের ৫৮টি সামগ্রী। এই সামগ্রী সরবরাহ করে ম্যাটস ও আইএইচটি কর্তৃপক্ষের নিকট থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিল নিয়েছেন ভ্যাট ও ট্যাক্স বাদে ৮৯ লাখ টাকা। বিপুল পরিমান এই টাকার খেলার সামগ্রী দিয়ে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা খেলা ধুলা করবেন বলে সংশ্লিষ্টরা জানায়।
এছাড়াও ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটির সরবরাহকৃত আসবাবপত্রের মধ্যে রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ টেবিল প্রতিটির মূল্য ৮০ হাজার ৫০০ টাকা, হাফ সেক্রেটারি টেবিল ৪৯ হাজার ৩০০ টাকা, স্টীল আলমিরা ৪০ হাজার ৭০০ টাকা করে ১০টি, গ্লাস আলমিরা ৪০ হাজার ৭০০ টাকা করে ১০টি, স্টীল ফাইল কেবিনেট ২৮ হাজার ৫৫০ টাকা করে ১৫টি সর্বমোট ম্যাটস এ ৫২টি আসবাবপত্র ও ২৯টি খেলার সামুগ্রী সরবরাহ করে বিল নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৮১০ টাকা। পাশাপাশি এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি আইএইচটি তে ৪৬টি আসবাবপত্র ও ২৯টি খেলার সামগ্রী সরবরাহ করে বিল নিয়েছেন ২কোটি ২৪লাখ ৯৯ হাজার ৯১০ টাকা।
এসব আসবাবপত্র ও খেলার সামগ্রী বুঝে নিতে গঠিত সার্ভে কমিটির দায়িত্বে ছিলেন ডা: মেহেদী হাসান, ডা. তৈয়েবুর রহমান, ডা. আকছেদুর রহমান এবং ম্যাটস ও আইএইচটির ভারপ্রাপ্ত স্টোরকিপার মামুন অর রশিদ। গত বছরের ৪জুন থেকে বিভিন্ন সময় এসব মালামাল তারা বুঝে নিয়েছেন। এছাড়াও শ্যামলী ঢাকার নলতা শরিফ সার্জিক্যাল এর স্বত্তাধিকারি তরিকুল ইসলাম ম্যাটস এর আওতায় বই সরবরাহ করে বিল নিয়েছেন ২৪ লাখ ৯৮ হাজার ৯৯৩ টাকা। আপরদিকে আইএইচটির আওতায় বিভিন্ন প্রকারের বই সরবরাহ করে বিল নিয়েছেন ২৪ লাখ ৯৮ হাজার ৩২ টাকা মাত্র। এদিকে ৫হাজার টাকা মুল্যের বল প্রদানকারি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেনিভোলেন্ট এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি শাহিনুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ছোট আইটেম অনেক সময় দরদামের তারতম্য হয়ে যায়। তবে এসব দাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নির্ধারণ করেছেন বলে দাবী করেন তিনি। তিনি আরও বলেন, এসব পণ্য সঠিক মুল্যে ও ভালমানের সরবরাহ করা হয়েছে।
নলতা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) ও মেডিক্যাল এ্যাসিসট্যান্ড ট্রেনিং স্কুল (ম্যাটস) এ দুটি প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বে) থাকা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সাথে কথা বলে কেনাকাটায় কোন অনিয়ম হয়েছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, আমি বলতে পারবো না, কারণ আমার আমলে কোন কেনাকাটা হয়নি। এসময় তিনি আরও বলেন, ১৭-১৮ ও ১৮-১৯ অর্থ বছরে প্রতিষ্ঠান দুটির জন্য যেসব পণ্য কেনা কাটা হয়েছে তা সাবেক সিভিল সার্জন ডা: তৌহিদুর রহমানের আমলে এটুকুই জানি, আর কি হয়েছে তা তিনিই বলতে পারবেন।

Please Share This Post in Your Social Media
May 2024
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031