১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

ছাতকে বিআরটিসি বাসে হামলার ঘটনায় মামলা

admin
প্রকাশিত জুন ২৭, ২০১৯
ছাতকে বিআরটিসি বাসে হামলার ঘটনায় মামলা

Sharing is caring!

জামরুল ইসলাম রেজা, ছাতক প্রতিনিধিঃ-

ছাতক-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় বিআরটিসি বাসে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বিআরটিসি বাসের সিলেট ডিপোর চালক ওয়ালি উল¬াহ বাদী হয়ে ২জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার শিবপুর গ্রামের ধলা মিয়ার পূত্র জহিরুল ইসলাম ও অজ্ঞাত গাড়ী চালক আরিফ মিয়া।
গত মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী একটি বিআরটিসি সুনামগঞ্জে যাওয়ার পথে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে গাড়ী চালক আরিফ তার সহযোগী নিয়ে বিআরটিসি বাসে ঢিল ছুড়ে মারে। যার ফলে বিআরটিসি বাসের ৪ যাত্রী আহত হওয়ার পাশাপশি বাসের জানালার কাঁচ ভেঙ্গে যায়। এ ঘটনায় বিআরটিসি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বাসের চালক ওয়ালি উল¬াহ বাদী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটির তদন্ত পূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।