১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

চুরি যাওয়া মাল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার তিন জন আটক

admin
প্রকাশিত জুন ২৭, ২০১৯
চুরি যাওয়া মাল ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার তিন জন আটক

Sharing is caring!

জাহিদুল ইসলামঃ গাইবান্ধা জেলা প্রতিনিধি

গত ২৫ জুন গভীর রাতে সঙবদ্ধ চোর দল সুকৌশলে একটা বাসায় চুরি করে।

গোবিন্দগঞ্জে এক সরকারি কর্মকর্তার বাসার রুমের জানালা দিয়ে তার স্ত্রীর গলা হতে স্বর্ণের চেইন চুরি করে।
বিষয়টি থানা পুলিশ জানা জানি হলে পুলিশের দক্ষতায় ২৪ ঘন্টার মধ্যে তা উদ্ধার করে।

এবং অপর এক সরকারি কর্মকর্তার মোবাইল ফোন বাসের থেকে চুরি যাবার বেশ কিছু দিন পর প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা তা ২৬ জুন বুধবার উদ্ধার করে।

মাল গুলি উদ্ধার হয় রংপুরের মিঠাপুকুর থানা এলাকা হতে।

উদ্ধার কৃর্ত মোবাইল সেট ও চেইন সংশ্লিষ্ট কর্মকর্তা দ্বয়কে প্রমান সপক্ষে বুজিয়ে দেয়া হয়।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ তিন জনকে আটক করে বলে জানান।