২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা – গৌরী পাল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০
কবিতা – গৌরী পাল

Sharing is caring!

বিষয়: কবিতা

 

শিরোনামঃ আমি স্বপ্নওয়ালা

 

কলমে: গৌরী পাল

 

স্বপ্ন গুলো আমায় নিয়ে
করে শুধু খেলা,
এমনি করে ফুরিয়ে যায়
আমার স্বপ্ন দেখার বেলা।

 

আমার স্বপ্ন কখনো জোকার
কখনো লেখক আর গায়ক,
আমার স্বপ্ন জুড়ে ছড়িয়ে আছে
অসংখ্য অনুভূতি আর ভাবনার নাটক।

 

আমার কোন স্বপ্ন
আজও হয় নি পূরণ,
তবু ও আমি স্বপ্ন
দেখি যখন তখন।

 

স্বপ্ন গুলোকে যখন আমি
চাই উড়াতে,
তখন আমার স্বপ্নগুলো
মুখ থুবড়ে পড়ে।

 

স্বপ্ন গুলোকে ছুড়ে
ফেলে দিতে ইচ্ছে করে আমার ,
কিন্তু পারি না ফেলতে
স্বপ্ন গুলো যে আমার ।

 

স্বপ্ন আমার পিছু ডাকে
স্বপ্ন দেয় হাতছানি,
স্বপ্ন দেখায় জয়ের পথ
স্বপ্ন চূড়ায় উঠি।

 

স্বপ্ন গুলো মরিচিকা
কেউ পারে না ধরতে,
স্বপ্ন আমায় উড়তে শেখায়
জীবনটাকে গড়তে।

 

গৌরী পাল – (২০/০২/২০২০ ইং)