১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

আইডি শেয়ার পরো মিউজিক স্টুডিও ড্যানসার কাজের প্রলোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিলো

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২০
আইডি শেয়ার পরো মিউজিক স্টুডিও ড্যানসার কাজের প্রলোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিলো

Sharing is caring!

মো: তৌফিকুর রহমান আজাদ,লোহাগাড়া ::

আইডি শেয়ার পরো মিউজিক স্টুডিও ঢাকা নারায়ণগঞ্জ চাষার (১৪০০) ড্যানসার নিলাসা (১৯) মডলে বানিয়ে দিবে ও কাজ করাবে তার কথা বলে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিলো।

 

তবে এই মেয়ে টাকা বা অন্যকিছু নিবার সময় তার কোন প্রমান রাখেন না। প্রমান রাখার কথা বললে নিলাসা জানান যে তাক মডেল বানাবেন না ও তার সাথে কোন সম্পর্ক রাখবেন না।

 

এবং ছেলের কাছেও রাখতে নিষেধ করতেন কোন প্রমান নেই।শুধু মুখের ভালোবাসা ও অন্তরের আবেগ ও দেহ দেখিয়ে কাজর প্রলোভ প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় নিলাসা।

 

তবে তার বাবা মা বা তার নিজের কোন ঠিকানা বলতেন না শুধু বলতেন যে অফিস চিনো আমার ঠিকানা দিয়ে কি করবে এবং বাবা মায়ের নাম দিয়ে কি হবে।

 

এগুলো জানতে চাইলে নিলাসা বলতেন তোমার সাথে কোন সম্পর্ক থাকবে না ও তুমি কখন মডেল হতে পারবে না। তোমাকে তো অফিস ঠিকানা দিয়েছি সেইটুকু মাএ যানো তার বেশি জানতে চেয়ে ও না। আরো বলতেন তিনি অনেক মডেল তৈরি করেছেন।

 

জানা যায় মেয়েটি এর আগে ও এ রকম ঘটনা ঘটিয়েছে। তবে তা প্রকাশ করা হয় নি। তবে টাকা পয়সা নেবার সময় ঐ মেয়ে কোন প্রমান রাখতেন না।

 

বলতো যে প্রমান রাখলে তার সাথে কথা ও সম্পর্ক ছেড়ে দিবেন। প্রমান ব্যাতিতো টাকা নেন।
প্রতারক চক্র এই মেয়ে সমাজ ও দেশের শত্রু, সমাজ কে নষ্ট করে ফেলে এদের মত মেয়েরা এধের কে ধরিয়ে দিন ও এদের ধরে আইনের আওতায় আনা হউক।

 

এরা সমাজ ও গোটা জাতির শত্রু আগামী প্রজন্মের ভবিষ্যৎ সকলের কর্নধর এদের দেখা দেখি নষ্ট হয়ে। যাবে। এদের কে সমাজ থেকে দূরে রাখার জন্য সমাজের সকল সম্মানিতদের কাছে দাবি ও কৃতপক্ষ।।