২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একুশের কথা – ফকির হাসান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
একুশের কথা – ফকির হাসান

Sharing is caring!

একুশের কথা

 

ফকির হাসান

 

একুশ তুমি ভোর বেলাতে,শীতের পাখির গান
একুশ তুমি ভর দুপুরে নদীর কলতান।

 

একুশ তুমি মধ্যাহ্নের শত কিশোরীর কনধবনি,
একুশ তুমি হারানো মায়ের
ফিরে পাওয়া ছেলের জয়ধ্বনি।

 

একুশ তুমি বিকেল বেলার মিষ্টি ফুলের গান
একুশ তুমি সন্দাবেলার সুর্যডোবার গান

 

একুশ তুমি ভোরের গলার কাঁচা ফুলের মালা
একুশ তুমি ছোট্ট খোকার পড়ার বর্ন মালা।

 

তুমি এলেই চাঁদ হাসে আর সুর্য জ্বলে উঠে
গাছের ডালে পলাশ আর কৃষ্ণচূড়া ফোটে।

 

সূর্য আর কৃষ্ণচুড়ায় কাদের রক্তের আভা ?
হলেন তারাই ধন্য আজি রক্তিন রক্তজবা

 

একুশ তুমি রাজ প্রাসাদে রান্নীর অলংকার
তোমায় পেয়ে বিশ্ববাসী করে অহংকার।

 

একুশ তুমি মা, আর বাংলা মাতৃভূমি
মায়ের কোলে শিশু দেখে গর্ব করি আমি।

 

আন্তর্জাতিক মাতৃভাষা হলে তুমি তাই
বিশ্ববাসী শ্রদ্ধা করে বুকে দিল ঠাই।

 

উৎসর্গ
(ত্রিশ লক্ষ শহীদ স্মরণে)