১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মেয়রশিপ আমার রাজনৈতিক অতিরিক্ত দায়িত্ব : সিটি মেয়র

অভিযোগ
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০
মেয়রশিপ আমার রাজনৈতিক অতিরিক্ত দায়িত্ব : সিটি মেয়র

মোঃ আল আমিন. চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এই চট্টগ্রামের মানুষ আমাকে চিনেন, আমি এই চট্টগ্রামের মানুষকে চিনি, জানি।

 

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মহানগরের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।

 

এরপর তিনি আমাকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালনে দল থেকে মনোনয়ন দিয়েছিলেন।

 

এই মেয়রশিপ অামার জন্য রাজনৈতিক অতিরিক্ত দায়িত্ব। আমি জাতির জনকের আদর্শে উজ্জীবিত আওয়ামী লীগের একজন কর্মী। মনোনয়ন আমার কাছে মুখ্য নয়।

 

মানুষের জন্য কাজ করতে পারাটাই আমার কাছে মুখ্য। চট্টগ্রামবাসীর জন্য কাজ করতে পারাটাই আমার ধ্যান-জ্ঞান। এখানে কোন ধর্ম বর্ন,দল মত নেই। মানুষ আমাকে ভালবাসে আজ আমি তা উপলব্ধি করছি। 

 

আজ ১৮ ফেব্রুয়ারি থিয়েটার ইন্সটিটিউট অডিটোরিয়ামে চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের ৫৫ তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন।

 

সাধারণ সভায় তিনি কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, সবকিছু ইতিবাচক ভাবে দেখতে হবে। কাউন্সিলর পদে নমিনেশন না পেলে আপনারা আবার হতাশ হয়ে যাবেন না।

 

আপনারা আমাকে দেখেন। ঢাকা থেকে আসার পর আমি নিত্য কর্মে লেগে গেছি। প্রশাসনিক, সামাজিক,রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছি।

 

আগের মতই জনমুখী কাজকর্ম করছি। দলের সিদ্ধান্ত আমার উপর বিন্দুমাত্র প্রভাব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়নি।

 

জনগণ যাতে তার কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সে বিষয়টা কাউন্সিলররা মাথায় রাখবেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরের অভিভাবক প্রতিষ্ঠান।

 

নগরবাসীর সেবা নিশ্চিতে জনমুখী কোন কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেদিকে সতর্ক থাকার জন্য তিনি কাউন্সিলরদের প্রতি পরামর্শ দেন।

 

আমার কোন অসম্পূর্ণ কাজ থাকবে না। আমি আশাতীত কিছু করার চেষ্টা করেছি এবং তা-ই করে যাব। সাধারণ সভায় কাউন্সিলর, চসিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30