৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লেবাননে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
প্রকাশিত জুন ২৫, ২০১৯
লেবাননে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Sharing is caring!

হেলাল আহমদ : লেবাননের লায়লা কি কামাল হোটেলে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আওয়ামী যুবলীগের লেবানন শাখার শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল মনমুগ্ধকর অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শুভ মুন্সির সভাপতিত্বে ও লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আলমগীর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবুল মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ দের মধ্যে উপস্থিত ছিলেন ওসমান গনি, নাজমুল হোসেন, নূর বেগম, কাজী মোহাম্মদ শরীফ, সোহেল মুন্সি, জসিম উদ্দিন, শাকিল সরদার, জাহাঙ্গীর, মতিউর রহমান, মিন্টু মুন্সি প্রমুখ।
অনুষ্ঠানে লেবানন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন সভাপতি বাবুল মুন্সী, সিনিয়র সহ-সভাপতি সুফিয়া আক্তার বেবি, সহ সভাপতি রুবেল আহমেদ , মোহাম্মদ আলি জাকির হোসেন,রুহুল আমিন প্রচার সম্পাদক মোহসিন মৃধা সহ অনেকেই । এছাড়াও শাখা কমিটির নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন ।
এ সময় তারা বাংলাদেশ সরকার ও রাষ্ট্রদূতের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং রাষ্ট্রদূত কে অন্তত ২ বছর লেবাননের রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ । পরে বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।