১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

মুজিব বর্ষ উপলক্ষে সাপাহারে ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০
মুজিব বর্ষ উপলক্ষে সাপাহারে ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন

Sharing is caring!

নাইম,নওগাঁ প্রতিনিধি::

মুজিব বর্ষ উপলক্ষে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাদক, বাল্য বিবাহ রোধ ও জীববৈচিত্র সংরক্ষনে ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আশড়ন্দ ফুটবল মাঠে জবাই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যান সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন ও উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, নওগাঁ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুর রহমান মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাদেক আলী, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জবই বিল জীববৈচিত্র সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।

 

এছাড়াও সেখানে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।