Sharing is caring!
অঞ্জন রায়, হবিগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ শহরে যানজটমুক্ত করতে আজ ১২ ফেব্রুয়ারি বিকাল ৪ টা হতে ৬ ঘটিকা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বিশ্বজিৎ কুমার পাল অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেন। নবীগঞ্জ বাজারের মোরগ হাটা হতে নতুন বাজার মোড় ওসমানী রোড থানা পয়েন্ট পর্যন্ত ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান পৌর মেয়র আলহাজ্ব ছাব্বির হোসেন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম প্রমুখ। উপজেলা নির্বাহি অফিসার বিশ্বজিৎ কুমার পাল বলেন যত্রাতত্রা স্থানে গাড়ি পাকিং করা যাবেনা , ফুটপাত দখলমুক্ত থাকবে, দোগান ঘরের অবৈধ বর্ধিত অংশ অপসারণ, সি,এন,জি গুলো স্ট্যান্ড এর নির্ধারিত স্থানে চলে যাবে, ভাসমান দোগান অপসারণ চলবে, দিনের বেলা রাত ৮ টার আগে কোন ট্রাকটার নছিমন বাজার এলাকায় চলবে না, অপ্রাপ্ত বয়স্ক যান চালক নিষিদ্ধি, মাছ ব্যবসায়ী সবজী দোগান ফলের দোগান ভাম্যমান দোগান বাজারের নির্ধারিত জায়গায় চলে যাবে, দিনের বেলা রাত ৮টা পর্যন্ত আগে কোন মালা মাল লোড আনলোড করা যাবে না এবং এ অভিযান অব্যাহত থাকবে।