২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে দুই বখাটে ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২০
রূপগঞ্জে দুই বখাটে ছিনতাইকারীকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড

Sharing is caring!

ফয়সাল আহমেদ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মুড়াপাড়া জমিদার বাড়ি ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয় বাওয়ানী উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেনীর ৩জন শিক্ষার্থী। এ ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি জরুরি পুলিশকে বখাটেদের গ্রেফতারের নির্দেশ দেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুজনকে ১ বছরের কারাদন্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, মঙ্গলবার বিকালে উপজেলার সরকারী মুড়াপাড়া বিশ্ববিদ্যাল কলেজে বা জমিদার বাড়ি ভ্রমন করতে আসে ডেমরার ৩ শিক্ষার্থী । পরে তারা কলেজ ক্যান্টিনে কিছু খেতে গেলে দুইজন বখাটে (শিক্ষার্থী) তাদের সাথে থাকা মোবাইল সেট ও টাকা কেড়ে নেয়। তাছাড়া শারিরিক নির্যাতন করে । পরে শিক্ষার্থীরা উপায় না পেয়ে দৌড়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ছুটে আসে। এমন ঘটনা শুনে তাৎক্ষনিক পুলিশ ফোর্সের মাধ্যমে ২জন বখাটে গ্রেফতার করানো হয়। পরে অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ৩৬৫ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা দেওয়া হয়। দন্ড প্রাপ্তরা হলো, মুড়াপাড়ার শিবগঞ্জের বাচ্ছু মিয়ার ছেলে তানজিল আহম্মেদ রানা , মাহমুদাবাদ এলাকার জাহিদ মিয়ার ছেলে ওবায়দুল। নিরাপত্তাজনিত কারনে আপত্তি থাকায় ছিনতাইয়ের শিকার হওয়া শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়নি।