১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২০
নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

Sharing is caring!

কেএম সুজন,টাংগাইলপ্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২০, উপজেলার সলিমাবাদ ইউনিয়ন ঘুনিপাড়া মৌজায় খাল সংলগ্ন জমিতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর।

অভিযানে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ এ বর্নিত বিধান লংঘন করায় ১৫(১) মোতাবেক বালু খেকো হাবিবুর রহমান কে ৫০০০০ টাকা জরিমানা করা হয় এবং এ অবৈধকাজ করবে না বলে এই মর্মে মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুর বলেন,যারা অবৈধ বালু উত্তোলনের কাজে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।