১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

মহেশপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
মহেশপুরে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজ আটক

Sharing is caring!

রবিউল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের গৃহবধুকে ধর্ষণের অভিযোগে কুদ্দুস কবিরাজ (৪৫) নামে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে মহেশপুর উপজেলার পৌর এলাকা বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়।সে যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।
জানা যায়, মহেশপুর উপজেলার বগা গ্রামে এসে কবিরাজী করত যশোরের চৌগাছা এলাকার কুদ্দুস কবিরাজ। শনিবার বগা গ্রামের এক গৃহবধু তার ২ বছর আগে রাগ করে বাড়ী থেকে চলে যাওয়া ¯^ামীকে ফেরত পাওয়ার জন্য কবিরাজের কাছে যায়। স্বামীকে ফিরিয়ে আনার কথা বলে কবিরাজ কুদ্দুস তাকে সুকৌশলে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে কুদ্দুসকে আসামী করে থানায় মামলা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য।