২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হারিয়ে ফেলেছি রাতের তাঁরা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
হারিয়ে ফেলেছি রাতের তাঁরা

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতু★

রাতের তাঁরা গুলি গুনতে গুনতে
একদিন খুব ক্লান্ততায় 
আবছা চোখে উঠে দেখি
কখন যে ভোর হলো।
সময়ের পালা বদলে জানা হলোনা,তবে কি
ক্লান্ততা কি শুধু দেহবশ্যাসে।
নাকি মনের ঘুমন্ত মানুষ টার ভিতর অবহেলা আসে
যানি একদিন রাতের নিরবতা মেখে
অচেনা কিছু খুঁজে ফেরার পালা।
আমি যানি,
অবশেষে কোনদিন ফিরে আসবে,তখন হয়তো
নিয়তি পাড়ায় হচ্ছে হলুূদ মাখা মাখি।
গায়ের রং টা কালো বলে
ভালোবাসার স্পর্শ টা পায়নি,পেয়েছে রাতের ক্ষুদা নিবারণ।
কেন এমন……..?
রাতের আধাঁরে এক, আর দিনের আলোয় নতুন মুখ
সভ্যতার খুটি আজ কোথায় নরবরে
যাচ্ছে মেখে ইচ্ছে পাটাতনে, নোংরা দেয়ালের রংতুলি।
তবুও আমি
রাতের তাঁরা গুনতে গুনতে, কখন যে উশ্নতা হারালাম
চেতনায় আসেনি।
ভেবেছিলাম নগ্নতা তা হয়তো দেহে,না সেটা এখন
বিশ্বাসের মাঠ পেরিয়ে, সে এখন মানব সভ্যতার খুব কাছে।
আমি তবুও তাঁরা গুলি গুনে চলেছি
বাদ পরেনি বিন্দু কানাকড়ি।

ঋতু
৯ই ফেব্রুয়ারী ০২০ ইং
শীতের শেষ প্রহর
পাতামরা রুদ্রের শহরে