Sharing is caring!
সুসময়ের বন্ধু
জীবন সংসারে চলার পথে
চলছি দুঃখে সুখে,
প্রেম প্রীতি বুইঝা গেছি
অর্থ কামাইয়ের পথে।
টাকা আছে সবই আছে
বন্ধু-বান্ধব আছে সাথে,
নেই টাকা নেই কেহ
বন্ধুরা সব পিছে।
যখন ছিলো কামাই ভালো
লতাপাতা আত্নীয় ছিলো,
সুনামের উপর সুনাম গাইতো
সুসময়ের বন্ধু হলো।
তখন চিনে অর্থ জ্ঞানে
এখন বন্ধু নেই,
শ্রমের বিনিময়ে অর্থ রোজগার
কষ্টে আমি সেই।
স্বজন ছেড়ে দেশ-বিদেশে
আজকে আমি রই,
তবুও আমার মনে পরে
বন্ধু স্বজন কই?
- ডা.মিজানুর রহমান মাওলা
ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা