২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জনতার অবকাশ – কবিতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
জনতার অবকাশ – কবিতা

Sharing is caring!

জনতার অবকাশ
ডা.মিজান মাওলা।

স‌্বজণ জাতির বুকেই আমার যন্ত্রণা,
প্রেমাষ্পদে খালি চোখে আছে অঞ্জন।
মনলোভা প্রীতি প্রেমের কল্পনা,
হৃদয়ে আমার সব জল্পনা।
অঙ্গনার সাজে বিরম্বনা,
সাহিত্য পাতার বন্ধনা।
অঙ্গ বঙ্গের মেধায় সাজি,
কাগজ কলমের বিকাশ মাঝি।
মানবতার বিবেক বিচার অল্পনা,
জাতির সাথে করি আমি কল্পনা।
মানব সেবায় বিবেক খুজে পরোয়ানা,
বিশ্বময় দেশ জাতির কোথায় আছে আস্থানা।
একাল সেকাল মহাকাল,
বিবেক বিচার পরকাল।
হাসতেই হাসি সবার সুখে,
কাঁদতেই কাদি সবার দুখে।
সভ্য ধরার কান্ড মেদার ইতিহাস,
বর্বরোচিত্তে নীতি কর সবে পরিহাস।
জ্ঞান গরিমা বুদ্ধিবিবেক মানুষ পরিজন,
শিক্ষা দিক্ষায় নিয়মনীতি রক্ষা করিতে সুজন।
ধর্মে কর্মে ঐক্যগড়ে সমাজ বেদে চলে,
ভালোমন্দ মানুষ বুঝে আদর্শের কথা বলে।