Sharing is caring!
মোঃ আবুল হাসেম,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে এর ইটভাটায় জেলা প্রশাসনের ৩ নির্বাহী ম্যজিষ্ট্রেট, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় অভিযানে ৬ ইট ভাটায় ধ্বংস করে দিয়ে ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১২টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে অনুমতি না নিয়ে পাহাড়কেটে, লাকড়ি জ্বেলে এবং ছড়াখালের পানি দুষিত করে ২৮ ভাটা চলছে। এমন অভিযোগের ভিত্তিতে অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য নির্দেশ দেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা মেজিষ্ট্রেট মোঃ দাউদুল ইসলাম। তারই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারী বুধবার সকাল থেকে অভিযানে নামে প্রশাসনের অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট বদিউল আলমের সার্বিক তত্ত্ববধানে র্যাব১৫, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় অভিযানে ছিলেন নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন, নির্বাহী মেজিষ্ট্রেট মো, কায়েসুর রহমান, নির্বাহী মেজিষ্ট্রেট মো: নাজমুল হাসান, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট একেএম ছামিউল আলম কোরেসি, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের পরিদর্শক আব্দুস সালাম,কক্সবাজার র্যাব ১৫ এর অতিরিক্ত সুপার বিমান চন্দ্র কর্মকার, ফাইতং ফাঁড়ি পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম ও বান্দরবান ফায়ার সার্ভিস কর্মকর্তা সহ প্রশাসনের একদল কর্মকর্তা-কর্মচারী। অভিযান কৃত ইটভাটা হল, ফাইভ বিএম (5BM) ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার, এমএমবি (MMB) ইটভাটাকে ২ লক্ষ ৫০ হাজার, এনএসবি (NSB) ইটভাটাকে ৩ লক্ষ টাকা, এসবিডাব্লিউ ( SBW) ইটভাটাকে ৩ লক্ষ, এফএসি (FAC) ইটভাটাকে ৪ লক্ষ ও কেবিসি( KBC) ইটভাটাকে ৩ লক্ষ টাকা সহ মোট ১৮ লক্ষ টাকা জরিমানা আদায় সহ ইট ও ইটভাটার চুল্লি পানি দিয়ে ধ্বংস করেন প্রশাসন।
অভিযান শেষে সাংবাদিকদের দেয়া ফ্রেস ব্রিফিং কালে জাকির হোসেন বলেন, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বনাঞ্চলে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অনুমতি না নিয়ে পাহাড়কেটে, লাকড়ি জ্বেলে এবং ছড়াখালের পানি দুষিত করে ইট ভাটা গুলো চলছিল। এমন অভিযোগের ভিত্তিতে অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য নির্দেশ দেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা মেজিষ্ট্রেট মোঃ দাউদুল ইসলাম। তাঁর নির্দেশেই আজকের এ অভিযান চালাই। সকাল ১১ টা থেকে ধারাবাহিকভাবে অভিযানে ৬ইটভাটা থেকে ১৮ লক্ষ টাকা জরিমানা সহ ইট ও ইটভাটার চুল্লি পানি দিয়ে ধ্বংস করি। তিনি আরো বলেন, ধারাবাহীক অভিযানে গত ২৬ জানুয়ারী অনুরুপভাবে একই মৌজায় আরো ৫ টি ইটভাটা ধ্বংশ করে ১১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস ব্রিফিং এ জানানো হয়।