১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৬ হিজরি

সীকাকুণ্ডে ট্রাকের ধাক্কায় পিকআপের ৩ আরোহী নিহত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
সীকাকুণ্ডে ট্রাকের ধাক্কায় পিকআপের ৩ আরোহী নিহত

Sharing is caring!

আব্দুল করিম চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

সীতাকুণ্ডে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পিকআপের ৩ জন আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নুরুল আমিন (৫৫), ফজলু বেপারী (৬০) ও হান্নান (৪২)।
ফায়ার সার্ভিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকামুখি পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় একটি পিকআপের তিনজন আরোহী নিহত হয়েছেন। একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে। নিহতদের কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।