Sharing is caring!
কবিতা- ভাষার কন্ঠ
লেখক- ডা.মিজান মাওলা
অগ্নি ঝড়াও তোমার কন্ঠে
বাংলা ভাষার গান,
যে ভাষাতে রক্ত ঝড়ে
স্বাধীন ভাষার মান।
মায়ের ভাষা বাংলা আমার
ভাইয়েরা দিয়েছে প্রাণ,
রক্তে কেনা বাংলা ভাষা
শহীদ ভাইদের জান।
বাংলা ভাষা স্বাধীন হলো বায়ান্নরঐ
একুশ এলো ফেব্রুয়ারিতে,
যে ভাষাতেই কথা বলে নায়ক
গায়কের মনের দিগন্তে।
সেইতো আমার বাংলাদেশের আন্তরজাতিক
মার্তৃভাষা শব্দ কন্ঠ গানে,
যে ভাষাতে ছন্দ সুরে গানগেয়ে
দার মাঝী টানে।
শিক্ষা জ্ঞানে পাঠশালাতে বাংলা
মায়ের ভাষা দোলে,
যেইভাষাতে কৃষক জেলে কামার
কুমার সহজভাবে চলে।
শিশু দোলে মায়ের কোলে
বাংলা কথা বলে,
বাংলা মায়ের আচল ধরে
দেশ বিদেশে চলে।
মো:মিজানুর রহমান মাওলা ( অভিজ্ঞ চিকিৎসক ও সাংবাদিক ) ঢাকাস্থ বরিশাল হিজলা উপজেলা